প্রিয়াংকা চোপড়া বলিউডে ক্যারিয়ার শুরুর আগেই বিভিন্ন বিজ্ঞাপনের মডেল
হিসেবে কাজ করে আসছেন। এখনও মডেল হিসেবে আকাশছোঁয়া সম্মানী হাঁকালেও
বিন্দুমাত্র চাহিদা কমেনি এই অভিনেত্রীর। বরং বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের
মডেল হিসেবে কাজ করে চলেছেন নিয়মিত। বর্তমানে তার একাধিক বিজ্ঞাপন প্রচার
চলছে বিভিন্ন চ্যানেলে। এদিকে এখন পর্যন্ত বিভিন্ন ব্র্যান্ডের মডেল হিসেবে
কাজ করলেও এবার প্রথমবারের মতো একটি অন্তর্বাস সামগ্রীর ব্র্যান্ডের মডেল
হিসেবে কাজ করেছেন প্রিয়াংকা। সম্প্রতি এমনই খবর একটি টিভি সাক্ষাৎকারে খোদ
জানিয়েছেন তিনি। তবে এখনই এ বিষয়ে পুরোপুরি জানাতে চাচ্ছেন না তিনি। এরই
মধ্যে এই আন্তর্জাতিক অন্তর্বাস সামগ্রীর ফটোসেশনে অংশ নিয়েছেন তিনি। আর
এতে বিভিন্ন অন্তর্বাস পরে ব্যাপক খোলামেলা হয়ে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি।
এই অন্তর্বাস ব্র্যান্ডটির লঞ্চিংয়ের দিন থেকে প্রিয়াংকার এই খোলামেলা
ছবিগুলো ঠাই পাবে ভারতসহ বিশ্বের বিভিন্ন স্থানের বিলবোর্ডে। জানা গেছে,
প্রিয়াংকা কালো, সাদা ও আকাশী এই তিন রঙা অন্তর্বাস পরে অনেকটা অর্ধনগ্ন
হয়েই ছবিগুলোতে পোজ দিয়েছেন। এ বিষয়ে প্রিয়াংকা বলেন, এই অন্তর্বাস
সামগ্রীর ব্যান্ডটি আন্তর্জাতিক মানের। সারা বিশ্বেই এই ব্র্যান্ডটি পৌঁছে
যাবে লঞ্চিংয়ের আগেই। তাই আন্তর্জাতিক মানের এমন একটি ব্র্যান্ডের মডেল
হতে পেরে ভাল লাগছে। এর জন্য এরই মধ্যে ফটোসেশনও করেছি। ছবিগুলোতে হট
প্রিয়াংকা চোপড়াকেই সবাই দেখতে পাবেন। বিশেষ করে ভারতের প্রতিটি শহরেই আমি
পৌঁছে যাবো খুব শিগগিরই এর বিলবোর্ডের মাধ্যমে। এদিকে জানা গেছে, এ
ব্র্যান্ডটির লঞ্চিংয়ের দিন প্রিয়াংকা চোপড়া একটি নাইটি পরে ক্যাটওয়াক
করবেন মঞ্চে। আর এর জন্য বিশাল আয়োজনের একটি অনুষ্ঠানের প্রস্তুতি ইতিমধ্যে
সম্পন্ন হয়েছে। এই ব্র্যান্ডের মডেল হিসেবে আলোচনায় আসা প্রিয়াংকা
বর্তমানে ব্যস্ত রয়েছেন একাধিক ছবির কাজ নিয়ে। বিশেষ করে তার অভিনীত
‘কৃষ-২’ ছবিটি বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে। ১২০ কোটি রুপির এ ছবিতে
তিনি অভিনয় করেছেন হৃতিক রোশনের বিপরীতে।
সূত্র: দৈনিক মানবজমিন

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন