এবার প্রফেসর হিসেবে পর্দায় দেখা যাবে ফেরদৌসকে। ঈদের পরই কলকাতায় ছবিটির
শুটিং শুরু হবে। এতে তাঁর বিপরীতে অভিনয় করছেন শ্রীলেখা মিত্র। অরিজিত
পরিচালিত ছবিটি প্রসঙ্গে ফেরদৌস বলেন, 'ছবির গল্প অসাধারণ। একজন প্রফেসরের
দৈনন্দিন জীবন নিয়ে ছবির কাহিনী আবর্তিত। সেখানে প্রেম, ভালোবাসা,
পারিবারিক টানাপড়েন, আর্থিক অনটন সব কিছুই উঠে এসেছে। ছবির মাধ্যমে দর্শক
ভালো একটা বার্তাও পাবেন।' ফেরদৌস সম্প্রতি শখের সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ
শেষ করেছেন। এ মুহূর্তে অনুদানের ছবি 'বৃহন্নলা'র শুটিং নিয়ে ব্যস্ত তিনি।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন