অবশেষে অপেক্ষার অবসান হল। এক বছর পর কাঙ্ক্ষিত কাজের সুযোগ পেলেন ডায়না
পেন্টি। ২০০৫ সাল থেকেই র্যাম্প মডেল হিসেবে পরিচিত মুখ হলেও গত বছর ককটেল
ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তার। সাইফ আলি খান এবং দীপিকা পাড়ুকোনের
সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করে প্রশংসিত হন নবাগত ডায়না। সফলতার পুরস্কারের
মতোই অসংখ্য ছবির প্রস্তাব আসতে থাকে তার কাছে। কিন্তু কাহিনি, চরিত্র,
পরিচালক এবং ব্যানার মিলিয়ে ভালো একটি ছবির অপেক্ষায় ছিলেন ২৭ বছর বয়সী এ
অভিনেত্রী। সম্প্রতি যশরাজ ফিল্মসের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
শুধু তাই নয়, ডায়নার বিপরীতে অভিনয় করছেন তার স্বপ্নের নায়ক হূত্বিক রোশন।
খোলামেলা পোশাকে বেশ কয়েকটি ঘনিষ্ঠ দৃশ্যে নিজেকে আবেদনময়ী নারী চরিত্রে
উপস্থাপন করবেন ডায়না পেন্টি। নতুন ছবি নিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে তিনি বলেন,
‘আমার হাতে অনেক ছবির প্রস্তাব ছিল। তবুও আমি দ্বিতীয় ছবির জন্য ধৈর্য
ধরেছি। আমার অপেক্ষা সার্থক। যশরাজের ব্যানারে আমি হূত্বিকের বিপরীতে অভিনয়
করব, ভাবতেই ভালো লাগছে। ছবির গল্প চমত্কার, আমার চরিত্রটি চ্যালেঞ্জিং।’
সূত্র: দৈনিক সকালের খবর

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন