এবার লাক্সতারকা বিদ্যা সিনহা মীম বউ সেজে অভিনয় করেছেন। সেটাও আবার দুই
চোরের বউ। কোরবানি ঈদের জন্য নির্মিত এ নাটকের নাম ‘বউ চোর’। নাটকটি রচনা
করেছেন জাকির হোসেন উজ্জ্বল এবং পরিচালনা করেছেন শামীম জামান। এ নাটকে দুই
চোরের চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও শামিম জামান। আরও একটি বিশেষ
চরিত্রে অভিনয় করেছেন আ.খ.ম. হাসান। নাটকটি প্রসঙ্গে শামিম জামান বলেন, এ
নাটকের গল্পটি বেশ মজার। আমি এবং মোশাররফ দু’জনই গ্রামের চোর থাকি। আমরা
একজন অর্ডার পেয়ে এক বিয়ের বাড়ি থেকে বউ চুরি করি। তবে ভুলবশত বিয়ের আসর
থেকে অন্য একজনের বউ চুরি করে আনি। এরপর ঘটে নানা ঘটনা। আশা করি ঈদে নাটকটি
দর্শকদের আনন্দ দেবে। মীম বলেন, এ নাটকে আমার চরিত্রটি বেশ মজার। আমাকে
চুরি করার পর আমার বর আর আমাকে গ্রহণ করে না। এছাড়া চোরদের সঙ্গে মজার সব
ঘটনা ঘটে। নাটকটি আরটিভিতে কোরবানি ঈদের দ্বিতীয় দিন রাত ৭টা ৫০ মিনিটে
প্রচার হবে।
সূত্র: দৈনিক মানবজমিন

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন