অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার (ওসিডি)। মানসিক অস্থিরতার এ এক কঠিন রোগ।
কেটি পেরি স্বীকার করলেন, তাঁরও এই সমস্যা আছে। কোনো কিছুই তিনি
সুস্থিরভাবে করতে পারেন না। বারবার মনে হয়, কিছু মনে হয় ভুল হয়ে গেল। এ
নিয়ে টেনশনে ভোগেন।
হলিউড রাজ্যে এ রোগের কারণে সবচেয়ে বিখ্যাত ছিলেন হাওয়ার্ড হিউজ। যে রোগ হিউজের জীবনে এনে দিয়েছিল করুণ পরিণতি। হিউজের সঙ্গে নিজের তুলনা করে পেরি বলেছেন, ‘আমিও ওসিডিতে আক্রান্ত। আমিও সব সময় সবকিছু সাজানো-গোছানো অবস্থায় রাখতে চাই। জীবাণু নিয়ে বাড়াবাড়ি রকমের বাতিকের ব্যাপারে আমি হাওয়ার্ড হিউজের ছোটখাটো সংস্করণ।’
সূত্র: দৈনিক প্রথম আলো
হলিউড রাজ্যে এ রোগের কারণে সবচেয়ে বিখ্যাত ছিলেন হাওয়ার্ড হিউজ। যে রোগ হিউজের জীবনে এনে দিয়েছিল করুণ পরিণতি। হিউজের সঙ্গে নিজের তুলনা করে পেরি বলেছেন, ‘আমিও ওসিডিতে আক্রান্ত। আমিও সব সময় সবকিছু সাজানো-গোছানো অবস্থায় রাখতে চাই। জীবাণু নিয়ে বাড়াবাড়ি রকমের বাতিকের ব্যাপারে আমি হাওয়ার্ড হিউজের ছোটখাটো সংস্করণ।’

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন