বর্তমানে নিজের একক ও মিশ্র অ্যালবাম প্রজেক্ট নিয়ে বেশ ব্যস্ত সময় পার
করছেন এ প্রজন্মের আলোচিত শিল্পী-সুরকার বেলাল খান। চলতি বছর তার গাওয়া
‘সোনাপাখি’ ও ‘তোমার ছোঁয়া’ গান দুটো আলোচনায় আসে। এ দুটি গানেরই মিউজিক
ভিডিওতে অংশ নিয়েছেন বেলাল। তবে রোজার ঈদে কোন অ্যালবামে গান ছিল না তার।
কারণ প্রথম আমেরিকা সফর শেষ করে রমজানের মাঝামাঝি দেশে ফিরেন তিনি। তবে এখন
একাধিক নতুন গান নিয়ে ব্যস্ত বেলাল। এর মধ্যে কয়েকটি চলচ্চিত্রের কাজ
ইতিমধ্যে শেষ করেছেন। নতুন আরও একটি চলচ্চিত্রের কাজ করছেন। পাশাপাশি নিজের
সুর-আয়োজনে প্রথমবারের মতো একটি মিশ্র অ্যালবামের কাজ গোছাচ্ছেন তিনি।
আপাতত এর বাইরে অন্য কোন মিশ্র অ্যালবামের কাজ করছেন না বেলাল। তার এ মিশ্র
অ্যালবামে একাধিক জনপ্রিয় শিল্পীর থাকার কথা রয়েছে। এদিকে এ অ্যালবামের
বাইরে নিজের দ্বিতীয় এককের কাজও শুরু করেছেন বেলাল। তবে ধীরে ধীরেই এর কাজ
শেষ করতে চান তিনি। এরই মধ্যে এককের জন্য দু-একটি গানও তৈরি করেছেন। তবে
বেলালভক্তদের জন্য সুখবর হলো, আসছে কোরবানির ঈদেই তার আরও একটি নতুন মিউজিক
ভিডিও আসছে।
সূত্র: মানবজমিন

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন