সেলেনা গোমেজ, রিয়ান্নার পর লেডি গাগাও অভিনেত্রীর খাতায় নাম লিখিয়েছেন।
তাঁরা চুটিয়ে অভিনয় করতে পারলে টেইলর সুইফট কেন নয়? দেখতেও তো তিনি
মন্দ নন। এবার অভিনেত্রী হিসেবেও নিজের ক্যারিয়ার শুরুর কথা ভাবছেন এই
সংগীত তারকা।
এর আগে টুকরো-টাকরা অভিনয় করেছেন সিএসআই কিংবা নিউ গার্ল-এর মতো টিভি সিরিজগুলোতে। ভ্যালেন্টাইনস ডে ছবিতেও দেখা গিয়েছিল তাঁকে। এবার আর শখের অভিনয় নয়; বরং এ ব্যাপারে সুইফট নাকি ভীষণ সিরিয়াস। বড় আর গুরুত্বপূর্ণ চরিত্র তিনি খুঁজছেন। গন উইথ দ্য উইন্ড, প্রিটি ওম্যান-এর মতো ক্ল্যাসিক ছবিগুলো রিমেকে তাঁকে দেখা যেতে পারে।
এর আগে টুকরো-টাকরা অভিনয় করেছেন সিএসআই কিংবা নিউ গার্ল-এর মতো টিভি সিরিজগুলোতে। ভ্যালেন্টাইনস ডে ছবিতেও দেখা গিয়েছিল তাঁকে। এবার আর শখের অভিনয় নয়; বরং এ ব্যাপারে সুইফট নাকি ভীষণ সিরিয়াস। বড় আর গুরুত্বপূর্ণ চরিত্র তিনি খুঁজছেন। গন উইথ দ্য উইন্ড, প্রিটি ওম্যান-এর মতো ক্ল্যাসিক ছবিগুলো রিমেকে তাঁকে দেখা যেতে পারে।
সূত্র: দৈনিক প্রথম আলো

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন